এবার আইপিএলে স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা

 এবার আইপিএলে স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা


একেতো ম্যাচে হার। তার ওপর স্লো ওভাররেটের কারণে রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসনকে মোটা অঙ্কের জরিমানা করল বিসিসিআই। হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, ঋষভ পন্ত, রজত পতিদারের পর পঞ্চম অধিনায়ক হিসেবে আইপিএলে স্লো ওভাররেটের জন্য শাস্তি পেলেন স্যামসন।বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্লো ওভাররেটের জন্য রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এর আগে রিয়ান পরাগ অধিনায়ক থাকাকালীনও মন্থর বোলিং করে শাস্তি পেয়েছিল রাজস্থান। পাঁচ ম্যাচে এটা দ্বিতীয় অপরাধ হওয়ায় অধিনায়ক স্যামসনের পাশাপাশি দলের সব সদস্যকেই শাস্তি পেতে হয়েছে।রাজস্থান রয়্যালস দলের প্রত্যেক সদস্যকে হয় ৬ লাখ রুপি নয়তো ম্যাচ ফির ২৫ শতাংশ (যেটা কম) জরিমানা হিসেবে দিতে হবে। তবে রাজস্থানের জন্য স্বস্তির খবর হলো, এই মৌসুম শুরুর আগেই নিয়ম বদলেছিল আইপিএল কর্তৃপক্ষ। নাহলে দু’ম্যাচে ওভাররেটের নিয়ম ভাঙার শাস্তি হিসেবে নির্বাসনের মুখে পড়তে হতো সাঞ্জুকে।বুধবার এমনিতেই গুজরাট টাইটান্সের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে রাজস্থানকে। সাই সুদর্শনের দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে টাইটান্স ৫৮ রানে হারিয়েছে রাজস্থানকে। আহমেদাবাদে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৭ করে গুজরাট। জবাবে রাজস্থান ১৯.২ ওভারে ১৫৯ রানে অল আউট হয়ে যায়। ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে গুজরাতের জয়ের ভিত গড়ে দেন সুদর্শন। জস বাটলার (৩৬) ও শাহরুখ খান (৩৬) ভালো শুরু করলেও বড় রান করতে পারেননি। 

তবে শেষদিকে রাহুল তেওয়াটিয়া (২৪), রশিদ খানের (১২) ক্যামিও গুজরাতের রানটা দু’শোর গণ্ডি পার করে দেয়। জবাবে রাজস্থানের হয়ে অধিনায়ক সঞ্জু স্যামসন ২৮ বলে ৪১ করেন। শিমরান হেটমায়ার ৩২ বলে ৫২ রান করলেও ১৫৯ রানে আটকে যায় রাজস্থান।গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণ ২৪ রানে ৩ উইকেট নেন। দু’টি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও সাই কিশোর।

Comments

Popular posts from this blog

কী ঘটে নিল সিনেমার শুটিংয়ে!?সেই অভিজ্ঞতা জানালেন এক পরিচালক

নেট দুনিয়া কাপাচ্ছে বাংলাদেশী নীল তারকার ভিডিও

বন্ধ ফ্ল্যাটে মিলল ৯৫ কেজি সোনা এবং ৯০ কোটি টাকা