আইপিএলে কুকুরের মতো দেখতে এটা আসলে কী

আইপিএলে কুকুরের মতো দেখতে এটা আসলে কী 


প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে বিশ্ব। যার প্রভাব সব কিছুতেই পড়তে শুরু করেছে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নন। ফুটবল থেকে শুরু করে ক্রিকেটসহ এখন সব খেলা প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করেছে। কয়েক দশক ধরে ক্রিকেট মাঠে দেখা যাচ্ছে প্রযুক্তির ছোঁয়া। যার ফলে মাঠে আম্পায়ারদের কোনো সিদ্ধান্ত দিতে অনেক সহজ হয়েছে, আবার আম্পায়ারদের দেওয়া সেই সিদ্ধান্তে মাঠে সন্তুষ্ট থাকতে দেখা গেছে খেলোয়াড়দেরও।যুগের সাথে তাল মিলিয়ে ক্রিকেটে যুক্ত করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। নতুন প্রযুক্তি যোগ করার ক্ষেত্রে পিছিয়ে নেই আইপিএল। ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার নতুন এক প্রযুক্তির ব্যবহার দেখা গেল।

চলমান আইপিএলে কুকুরের মতো দেখতে একটি রোবটিক ক্যামেরা প্রযুক্তির উন্মোচন করা হয়েছে। নতুন এই প্রযুক্তি উন্মোচনের বিষয়টি সামাজিক যোগাযোগামাধ্যমে শেয়ার করে নাম রাখতে ক্রিকেটপ্রেমীদের অনুরোধ করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘শহরে আমাদের আইপিএল পরিবারের নতুন সদস্য এসেছে। এটি হাঁটতে, দৌড়াতে, লাফ দিতে পারে। আপনার মনে হাসি আনতে পারে এবং একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে পারে।’

এরপর ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে লেখা হয়, আপনি কি আমাদের প্রিয় ছোট্ট বন্ধুর নামকরণে সাহায্য করতে পারেন?এই বিশেষ ক্যামেরা কুকুরকে এদিন খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায়। সম্প্রচারক ড্যানি মরিসন তার রসবোধের সঙ্গে রোবটটিকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। সেই সাথে এই উচ্চ প্রযুক্তির সংযোজনকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে তোলেন।শুধু তাই নয় নতুন মেশিনটির নাম রাখতেও বলেছেন তিনি।এক পর্যায়ে মাঠে রোবট কুকুরের সঙ্গে মরিসনকে দৌড়তেও দেখা যায়। রোবট কুকুর সহজেই তাকে হারিয়ে দেয়। রোবট কুকুরের সঙ্গে পাল্লা দিতে গিয়ে মরিসন হাঁফিয়ে ওঠেন।রোবট কুকুরটি দৌড়ে ও লাফ দিয়ে ভিডিও ধারণ করতে পারে। রোববার (১৩ এপ্রিল) নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের সাথেও রোবটটিকে আলাপচারিতা করতে দেখা যায়। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল শুরুতে এটা দেখে বিভ্রান্ত হলেও মুম্বাই পেসার রিস টপলি ও হার্দিক পান্ডিয়াকে রোবটটির সঙ্গে মজা করতে দেখা যায়। রোবটটি হঠাৎ কুকুরের মতো দু'পায়ে উঠে দাঁড়ালে ভয় পেয়ে যান যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। 

আরটিভি/এসকে/এস

Comments

Popular posts from this blog

কী ঘটে নিল সিনেমার শুটিংয়ে!?সেই অভিজ্ঞতা জানালেন এক পরিচালক

নেট দুনিয়া কাপাচ্ছে বাংলাদেশী নীল তারকার ভিডিও

বন্ধ ফ্ল্যাটে মিলল ৯৫ কেজি সোনা এবং ৯০ কোটি টাকা