ড্রেস বলতে শুধুমাত্র জিন্স প্যান্ট, প্রকাশ্যে এসেই ভাইরাল উরফি জাভেদ

 ড্রেস বলতে শুধুমাত্র জিন্স প্যান্ট, প্রকাশ্যে এসেই ভাইরাল উরফি জাভেদ


সম্প্রতি উরফি জাভেদকে (Urfi Javed) বলিউডের ‘কলঙ্ক’ বলে অভিহিত করেছিলেন নেটিজেনরা। ‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রীর ফ্যাশান সেন্সের কারণেই একথা তাঁকে শুনতে হয়েছিল। তবে সেই কথায় উরফির যে কিছু যায় আসে না, তা তিনি প্রতি মুহূর্তেই প্রমাণ করে দেন। এবার যেমন ফের একবার নিজের বিচিত্র ফ্যাশান সেন্সের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন নায়িকা।

কয়েকদিন আগেই কোনও পোশাক না পরে, স্তনযুগলের ওপরের স্রেফ তবক লাগিয়ে প্রকাশ্যে এসেছিলেন উরফি। এবারও প্রায় একই কাজ করেছেন। শুধু তবকের জায়গায় ফুল (Flower) দিয়ে স্তনযুগল ঢেকেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে উরফির এই নতুন ভিডিও।সম্প্রতি উরফি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তিনি জিন্সের প্যান্ট পরেছেন। তবে ঊর্ধ্বাঙ্গ একেবারে ফাঁকা। শুধুমাত্র নানান রঙের কয়েকটি ফুল দিয়ে রক্ষ দেশের অংশটি ঢেকেছেন তিনি। সেই ফুল যাতে না পড়ে যায়, সেই কারণে স্বচ্ছ প্লাস্টিক দিয়ে সেগুলিকে পেঁচিয়ে দিয়েছেন নায়িকা।

উরফির এই ‘বোল্ড’ ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশের প্রশ্ন, এমন কিছু পরে অভিনেত্রী বাইরে আসলে কী করে? উল্লেখ্য, ভিডিওয় দেখা যাচ্ছে, বাগানের মধ্যে রয়েছেন উরফি। জিন্সের পকেটে হাত ঢুকিয়ে কিছুটা হাটতেও দেখা যায় তাঁকে।উরফি জাভেদ এমন এক ব্যক্তিত্ব যাকে বহুবার নিজের ফ্যাশান সেন্সের কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে অভিনেত্রীর যে তাতে কিছু যায় আসে না, তা তিনি বারবার প্রমাণ করেছেন। নিন্দুকদের মুখে ঝামা ঘষে নিজের বিচিত্র ফ্যাশানের নানান ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকেন নায়িকা।

তবে এই ফ্যাশান সেন্সের কারণে উরফিকে যতই কটাক্ষ শুনতে হোক না কেন, এই কারণেই কিন্তু তিনি বলিউডের অনেক নামী ব্যক্তিত্বের নজরেও চলে এসেছেন। সম্প্রতি যেমন ‘কফি উইথ করণ’এ গিয়ে অভিনেতা রণবীর সিং উরফিকে ‘ফ্যাশান আইকন’ বলে সম্বোধন করেছেন।

Comments

Popular posts from this blog

কী ঘটে নিল সিনেমার শুটিংয়ে!?সেই অভিজ্ঞতা জানালেন এক পরিচালক

নেট দুনিয়া কাপাচ্ছে বাংলাদেশী নীল তারকার ভিডিও

বন্ধ ফ্ল্যাটে মিলল ৯৫ কেজি সোনা এবং ৯০ কোটি টাকা