নির্বাচনকালীন আইনশৃঙ্খলা কোর কমিটিতে থাকবেন ইসি কর্মকর্তারাও

 নির্বাচনকালীন আইনশৃঙ্খলা কোর কমিটিতে থাকবেন ইসি কর্মকর্তারাও


নির্বাচনকালীন সময়ে বিভাগ ও জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গঠিত কোর কমিটিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. মামুন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে। নির্দেশনার একটি অনুলিপি নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের জন্য বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসককে সভাপতি করে কোর কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনকালীন সময় এ কার্যক্রমের সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ওই কমিটিতে অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশন অনুরোধ জানায়। সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।এই নির্দেশনার ফলে নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সভা ও কার্যক্রমে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারাও সরাসরি যুক্ত থাকবেন।

Comments

Popular posts from this blog

কী ঘটে নিল সিনেমার শুটিংয়ে!?সেই অভিজ্ঞতা জানালেন এক পরিচালক

নেট দুনিয়া কাপাচ্ছে বাংলাদেশী নীল তারকার ভিডিও

বন্ধ ফ্ল্যাটে মিলল ৯৫ কেজি সোনা এবং ৯০ কোটি টাকা