ভারায় পাওয়া যাবে সুন্দরী প্রেমিকা, খরচও অনেক কম

 ভারায় পাওয়া যাবে সুন্দরী প্রেমিকা, খরচও অনেক কম



আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে অনেক তরুণ পার্কে ঘুরতে যাওয়ার সময় সঙ্গী খুঁজে পান না। চীনে এই সমস্যার সমাধান হয়েছে, যেখানে এক দিনের জন্য প্রেমিকা ভাড়া নেওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে।এক অনলাইন পোর্টালে তরুণরা তাদের তথ্য দিয়ে ফোন পাবেন এবং ১০০০ ইউয়ান (বাংলাদেশি ১৫ হাজার টাকা) দিয়ে প্রেমিকা ভাড়া করতে পারবেন। যদি প্রেমিকার সাথে ঘুরতে যেতে চান, তাহলে দিতে হবে আরও ৩৫০ ইউয়ান (বাংলাদেশি ৬ হাজার টাকা)। ছবি দেখে প্রেমিকা বাছাই করার জন্যও বাড়তি খরচ রয়েছে।এছাড়া, তরুণীরা অতিরিক্ত উপার্জনের জন্য এ ধরনের কাজ করছেন। এক তরুণী, মাম্মু, জানান যে তিনি ৫০০০ ইউয়ান (বাংলাদেশি ৭৬ হাজার টাকা) আয় করেন এবং নতুন লোকের সঙ্গে পরিচিত হতে পছন্দ করেন। তিনি প্রায় ৪০,০০০ ইউয়ান (৬ লাখ ১২ হাজার টাকা) আয় করেছেন নতুন বছরে।মাম্মু আরও বলেন, ‘কিছু তরুণী তাদের বাবা-মায়ের সামনে হবু বৌ হিসেবে পরিচয় দেন, আবার কেউ প্রেমিকার চরিত্রে বন্ধুদের সামনে হাজির হন। এমনকি একজনের সাথে মিথ্যে বিয়েও করতে হয়েছিল।’

Comments

Popular posts from this blog

কী ঘটে নিল সিনেমার শুটিংয়ে!?সেই অভিজ্ঞতা জানালেন এক পরিচালক

নেট দুনিয়া কাপাচ্ছে বাংলাদেশী নীল তারকার ভিডিও

বন্ধ ফ্ল্যাটে মিলল ৯৫ কেজি সোনা এবং ৯০ কোটি টাকা