চীনে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছেন ডঃ ইউনুস

 চীনে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছেন ডঃ ইউনুস

বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এই মন্তব্যটি বেইজিংয়ের দি প্রেসিডেনশিয়ালে চীনা ব্যবসায়ীদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নিয়ে করেন।অধ্যাপক ইউনূস বলেন, নেপাল ও ভুটান কোনো সমুদ্রবন্দর না থাকায় তাদের আন্তর্জাতিক বাজারে অবস্থান করতে হলে বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করতে হয়। এই দুই দেশের পণ্য বাংলাদেশের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পাঠানো এবং আমদানি করা হয়। একইভাবে, ভারতের সাতটি রাজ্যও বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করতে বাধ্য।এ সময় তিনি চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান এবং দেশের বিনিয়োগবান্ধব সুযোগ-সুবিধাগুলো তুলে ধরেন। অধ্যাপক ইউনূস আরও বলেন, "নেপাল এবং ভুটানের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার না থাকায় তাদের বিশ্ববাজারে উপস্থিতি বাংলাদেশের মাধ্যমেই হতে হবে।"


তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব, বিশেষ করে নেপাল, ভুটান, ভারত এবং বাংলাদেশের সেভেন সিস্টার্স অঞ্চলের মধ্যে একটি নতুন অর্থনৈতিক অঞ্চল গঠিত হওয়ায় তা বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

Comments

Popular posts from this blog

কী ঘটে নিল সিনেমার শুটিংয়ে!?সেই অভিজ্ঞতা জানালেন এক পরিচালক

নেট দুনিয়া কাপাচ্ছে বাংলাদেশী নীল তারকার ভিডিও

বন্ধ ফ্ল্যাটে মিলল ৯৫ কেজি সোনা এবং ৯০ কোটি টাকা